ভালোবাসার গল্প

Love Story In Bangla – বদলে গেছো তুমি – কষ্টের গল্প

Love Story In Bangla – আজ বড় বদলে গেছো তুমি।

চেয়েছিলে যেন দূরে চলে যাই, দেখো ঠিক দূরে চলে গেছি।

তোমার সাথে আর দেখা হয় না আর কথা হয়না।

তাতে কি আমার মনের মধ্যে তোমার যে ছবিটা এঁকেছি,তা দেখেই সময় কাটাই।

সত্যি বলছি, খুব ভালোবেসেছিলাম তোমায়।

>>>>>Love Story In Bangla – বদলে গেছো তুমি – কষ্টের গল্প<<<<<

তাইতো তোমার সুখের রাস্তায় কাটা হতে চাইনা।

চলে গেছি তোমার জীবন থেকে অনেক দূরে।

যখন তোমার কেউ ছিলনা, তখন আমি তোমার পাশে ছিলাম।

এখন তোমার সব আছে শুধু নেই আমি।

তোমার জীবন থেকে আমার প্রয়োজন ফুরিয়ে গেছে।

খুব কষ্ট হয় তোমার সৃতি গুলো মনে পড়লে।

সবে তো তোমার অভিনয় ছিল।

>>>>>Love Story In Bangla – বদলে গেছো তুমি – কষ্টের গল্প<<<<<

কিন্তু তাও তোমার অভিনয় গুলো নিয়েই বেঁচে থাকব।

তোমার দেওয়া মিথ্যা ভালোবাসা আমার জীবন থেকে সবকিছু কেড়ে নিয়েছে।

শুধু স্মৃতিগুলো রেখে গেছে।

এখনো মাঝরাতে ঘুম ভেঙ্গে মনে পড়ে তোমার কথা।

বৃষ্টির মত ঝরে পড়ে চোখের পানি।

খুব লজ্জা লাগে নিজেকে দেখলে।

যে কি ভালোবাসলাম,কেনইবা মায়া করি তোমার জন্য।

এটাই হয়তো সেই ভালোবাসা,যা কোনদিনও ভোলা যায় না।

তোমার কি একটুও মনে পড়ে না আমার কথা।

তোমাকে ভালোবেসে নিদ্রাহীন কাটছে প্রতিটি রাত।

মনে পড়ে কি সেই সময়ের কথা।

খুব ভালবাসতে আমায়, হাতে হাত রেখে কথা দিয়েছিলে ,কখনো ভুলে যাবেনা আমায়।

আজ তুমি নেই জানি,কখনো ফিরে আসবে না সেই দিনগুলো।

ধরবেনা, আমার এ হাত।



>>>নতুন সব ভালবাসার সকল আপডেট পেতে আমাদের ওয়েবসাইটে নিয়মিত চোখ রাখবেন।<<<

Free download GPL version of WordPress premium theme

Related Articles

Back to top button