Love in Real life – খুব ভালবাসতাম আজও ভালোবাসি তোমাকে
Love in Real life – মনের সব কষ্টগুলো, হার মানালো তোমার ভালোবাসার কাছে।
তাই কষ্ট হলেও কথাগুলো বলব তোমাকে।
খুব ভালবাসতাম, আজও ভালবাসি তোমাকে।
তোমার রাগ তোমার অভিমানগুলো হারমানালো আমাকে।
আচ্ছা বলতো, সত্যিই কি আমি শুধু হেরেছি তোমাকে ভালোবেসে।
তুমি কি একটুও হারোনি, সত্যি বলছি সবচেয়ে বেশি হেরেছো তুমি।
তোমার জন্য আমি একটা মানুষ সারারাত যে কথা বলেছি, সব সময় তোমার মুখের হাসি দেখতে চেয়েছি।
কখনো কষ্ট পেতে দেয়নি তোমাকে।
অবুঝের মতো থেকেছি তোমার সমন্বয় বুঝেও না বোঝার ভান করে।
মন প্রাণ দিয়ে শুধু তোমাকে ভালোবেসেছি।
জানো, যদি তোমাকে সামনে পেতাম, তাহলে হয়তো সারাটা দিন শুধু বলতাম তোমাকে ভালোবাসি শুধু তোমাকেই ভালোবাসি।
জানো যখন ভাবি তুমি তো ভালোই আছো আমাকে ছাড়া।
তখন মনে হয় ভুলগুলো আমারি।
💘 Love in Real life – খুব ভালবাসতাম আজও ভালোবাসি তোমাকে
হ্যাঁ সত্যি ভুলগুলো আমারি।
সেদিন যদি তোমাকে ভালো না বাসতাম, তোমার মুখের হাসি না দেখতাম।
তোমার চোখের দিকে না তাকাতাম।
তাহলে হয়তো আজ আমার দিনগুলো এমন হতো না।
তোমাকে নিয়ে দেখা স্বপ্ন, তোমাকে নিয়ে লেখা হাসি গল্প আজ অসমাপ্ত রয়ে গেল।
জানি এ গল্পের সমাপ্তি হবে না।
আমাদের লেখা গল্পের ডাইরিটা একটা বার খুলে দেখো।
চোখের নোনা জলে ভিজে আছে ডাইরির পাতাগুলো।
মনের কালি গুলো শেষ হয়ে গেছে।
মন চায় লিখতে, তাও পারিনা।
চোখের জলের সাগর আজ শুন্য, রক্তের কণিকা গুলি আজ দুর্বল।
তবুও ভালবাসি তোমাকে।
ভালবেসে যাব আমৃত্যু পর্যন্ত।
ভালোবাসার কষ্টের সব কথা পেতে এখানে ক্লিক করুন।
ওয়ার্ডপ্রেস এর সকল প্রিমিয়াম প্লাগিন এবং থিম পেতে এই ওয়েবসাইটে ভিজিট করতে পারেন।