Breakup Sad Love Story Bangla – আর স্বপ্ন দেখি না।
Breakup Sad Love Story – যেন স্বপ্নের মত তোমার আগমন আমার জীবনে।
আমার আটকে রাখা সুখ গুলো যেন ডানা মেলে উড়তে শুরু করলো তোমার আকাশে।
তখন ভাবতাম, কষ্ট বলে কিছুই নেই পৃথিবীতে।
কিন্তু তাকে হয় কখনও, সুখের পিছনে লুকিয়ে থাকে কষ্ট।
দেখেছো ভাগ্যের কি পরিনতি, তোমার সুখের চাদরে ঘেরা ভালোবাসা আমাকে অন্ধ করে রেখেছিল।
তাই কখনো কষ্টের কথা ভাবেনি।
Breakup Sad Love Story
জানিনা কষ্টের শেষ কোথায়।
কিন্তু দেখো, সেই সুখের মতই কিন্তু কষ্ট কে মানিয়ে নিয়েছে।
এখনো সুখের খোঁজ করি না।
কেন জানো, কারণ আমি তো এখন বুঝি।
সুখ কখনো একা চলতে পারে না? তার পিছনে চলে কষ্ট।
তাই কষ্ট নিয়ে বেঁচে আছি।
আমি আর স্বপ্ন দেখি না।
কেন জানো, কারণ স্বপ্ন দেখতে লাগে সুন্দর একটি ঘুম যা এখন আমার চোখে নেই।
জানো, এখনো প্রতি রাতে তোমার দেওয়া সেই গল্পের বইগুলো পরি।
প্রতিটি পৃষ্ঠায় তোমার সেই পাগলামি লেখাটি, জানো আমার মনে হয় তুমি পাশে বসে আমাকে দেখছো।
কিন্তু আমি তোমাকে দেখতে চেয়েও পারিনা, কি করে পারব বল।
তুমি তো চলে গেছো না ফেরার দেশে।
সেখান থেকে তো কোনদিন কেউ আসে না।
সেখানে তো সুখ আর সুখ, কোন কষ্ট নেই।
আমাকে বলেছিলে তুমি যেখানেই থাকো আমাকে ভালোবাসবে।
তাহলে কি এখনো তুমি আমাকে ভালোবাসো?
আমি জানি, তুমি আমাকেই ভালোবাসো।
চিন্তা করো না, যতদিন বাঁচবো তোমার স্মৃতি নিয়ে থাকবো।
আর প্রতিরাতে চাঁদে এসে ঐ আকাশের দিকে তাকিয়ে থাকবো, তোমারি অপেক্ষায়।
ভালোবাসার কষ্টের সব কথা পেতে এখানে ক্লিক করুন।
ওয়ার্ডপ্রেস এর সকল প্রিমিয়াম প্লাগিন এবং থিম পেতে এই ওয়েবসাইটে ভিজিট করতে পারেন।