কষ্টের স্ট্যাটাস
Koster Kobita – কেন মিথ্যে স্বপ্ন দেখালে।

Koster Kobita – মনটাকে ভেঙ্গে যদি চলেই যাবে, তবে কেন ভালবেসেছিলে।
এই মিথ্যে ভালোবাসা এই মিথ্যে স্বপ্ন কেন দেখিয়েছিলে।
আমি তো চাইনি তোমাকে ভালবাসতে, তাও কেন ভালবাসতে বাধ্য করেছিলে।
কেন মিথ্যে ভালোবাসা দিয়ে আমাকে আপন করে নিয়েছিলে।
আমি যদি তোমার ভালোবাসার যোগ্যই না হতাম, তাহলে কেন ভালোবাসা শিখিয়েছিলে।
Koster Kobita
আবার কেনই বা কষ্ট দিলে।
একদিন ঠিকই মনে পড়বে আমার অযোগ্য এই ভালোবাসাকে।
সেদিন নিজেকে আড়াল করে কাঁদবে।
জানো, সেদিন আমি কষ্ট পাবো শুধু তোমার জন্য।
ঠিক এখন যেমন পাচ্ছি।
ভালোবাসার কষ্টের সব কথা পেতে এখানে ক্লিক করুন।
ওয়ার্ডপ্রেস এর সকল প্রিমিয়াম প্লাগিন এবং থিম পেতে এই ওয়েবসাইটে ভিজিট করতে পারেন।