ভালোবাসার গল্প

Love Story Bangla নিজের চাইতে বেশি ভালবাসতাম তোমাকে

Love Story Bangla – হায় বন্ধুরা।

আজ আমি আপনাদের জন্য একটি রিকোয়েস্টের গল্প নিয়ে এসেছি। 

গল্পটি পাঠিয়েছেন পূজা।

পূজা আপনাকে অসংখ্য ধন্যবাদ।

আপনার জীবন কাহিনীটি আমাদের মাঝে শেয়ার করার জন্য। 

Love Story Bangla – পূজা যাকে অনেক ভালোবাসে, তার নাম রাহুল। 

পূজা আর রাহুলের সাত বছর রিলেশন শিপ ছিলো। 

পূজা রাহুলকে খুব ভালোবাসতো। 

কিন্তু রাহুল সবসময় দেখাতো, যে সে ওকে ভালবাসে। 

কিন্তু আসলে রাহুল একসাথে অনেক মেয়েকে লাভ করত। A

পূজায় এসব জেনেও রাহুলকে অন্ধের মত ভালোবাসতো।

প্রতিরাতে পূজা যখন রাহুলের ফোন বিজি পেত, তখন পূজা রাহুলকে জিজ্ঞেস করত।  

যে কেন তার ফোন বিজি ছিল।

রাহুল সবসময় মিথ্যা বলতো। 

যে তার ফ্রেন্ডের সাথে কথা বলে।  

>>>>>Love Story Bangla – নিজের চাইতে বেশি ভালবাসতাম তোমাকে<<<<<

এভাবে করে চলতে চলতে, একসময় পূজা জানতে পারে যে রাহুল, তার একটা বান্ধবীর সাথে প্রেম।

তখন পূজা রাহুলকে বলে, রাহুল হয়তো তুমি আমার সাথে রিলেশন রাখ না হয় আমার বান্ধবীর সাথে।

দু নৌকায় পা দিয়ে চলনা।

কিন্তু রাহুল তখনও মিথ্যা কথা বলে যাচ্ছিল।

পূজা ওকে  এতো ভালোবাসতে যে, রাহুল যা বলতো তাই বিশ্বাস করেনি তো।

কয়েকদিন পর পুজা রাহুলের ফোনে কল দিল, কলটা রিসিভ করল পূজার ফ্রেন্ডস।

তখন পূজা দৌড়ে রাহুলের বাসায় গেল। 

গিয়ে দেখে ,রাহুলকে পূজার সেই বান্ধবীর সাথে।

তখন সবকিছু শেষ করে দিয়ে পূজা ওখান থেকে চলে এলো। 

এই ছিল পূজার জীবন কাহিনী।

পূজা জীবনে অনেক বড় কষ্ট পেয়েছে।

আসলে যাকে ভালোবাসি নিজের থেকেও বেশি।

তার দেওয়া আঘাত খুব কষ্টের হয়।



>>>নতুন সব ভালবাসার সকল আপডেট পেতে আমাদের ওয়েবসাইটে নিয়মিত চোখ রাখবেন।<<<

Free download GPL version of WordPress premium theme

Related Articles

Back to top button