আমার চেয়েও বেশি ভালোবাসে তোমায় – Bengali Love Story
Bengali Love Story – প্রচন্ড রোদের তাপে তৃষ্ণার্ত পথিক যেমন, এক ফোঁটা জলের জন্য কাতার হওয়া যায়।
তেমনি আমিও তৃষ্ণার্ত,
তোমার একটু ভালোবাসার জন্য।
ছন্নছাড়া জীবনে আজ হয়তো কোন মূল্য নেই।
কিন্তু, কোন একটা সময়ে সবচেয়ে মূল্যবান ছিলাম আমি।
আজ তুমি রেশমি বিছানায় রাত যাপন করো যার সাথে।
সে কি আমার চেয়েও বেশি ভালোবাসে তোমায়।
আমার সবকিছু দিয়ে তোমাকে আলোকিত করেছি।
আজ তুমি রাতের তারা হয়ে জ্বলছো।
তবু দেখো, আমি আলো হারা।
তোমার এখন আর আমাকে প্রয়োজন নেই।
তবুও সব সময় আড়াল থেকে ভালবেসে যাব।
কিন্তু জানো, আমার খুব চিন্তা হয় তোমার জন্য।
আমি তো আগের মতো আর তোমাকে আগলে রাখতে পারিনা।
দূরে ঠেলে দিয়েছো আমাকে।
জানো, তোমাকে যখন খুব দেখতে ইচ্ছে করে তখন ভাবি।
যদি পাখি হতাম, তবে উড়াল দিয়ে তোমার বারান্দায় গিয়ে বসতাম।
মন ভরে দেখতাম।
♥ Bengali Love Story
মাঝে মাঝে মনে হয়, আমার ভালোবাসার কি কমতি ছিল।
তুমি যদি আমাকে ভালো না বাসতে,তাহলে একটু অভিনয় তো করতে পারতে।
তবুও তো তোমাকে একটু দেখতে পারতাম।
একেবারে তাড়িয়ে দিলে তোমার জীবন থেকে।
এখন আমার মনকে কেমন করে বুঝাই বলোতো।
মন তো পিঞ্জরাবদ্ধ পাখির মতো ছটফট করতেছে।
তোমাকে যতটুকু ভালবেসেছি, আজ আমার এই হৃদয়ের ভিতর এতটাই ক্ষত।
আজ খুব বলতে ইচ্ছে করছে, এতটা ভালোবেসে মন কি পেল।
Visit our site to get all the love updates.
You can visit our other sites to get all the latest updates on technology