এখন আমি মানতে পারছি না তুমি অন্য কারো II Very Sad Bangla Love story
তুমি যেদিন আমাকে বলেছিলে, নিয়ে যাও।
সেদিন বলেছিলাম, বিয়েটা করে নাও।
তখন ঠিক বুঝতে পারেনি, কি হারাতে যাচ্ছি জীবন থেকে।
কিন্তু যেদিন তোমার বিয়ে হল, সেদিন নিজেকে সামলাতে পারছিলাম না।
সেদিন বুঝতে পেরেছি, তুমি আমার কতটা আপন ছিলে।
আজ আমি একা।
আমার প্রিয় মানুষটা আজ আমার নেই।
এখন আমার দিনগুলো কাটাতে খুব কষ্ট হয়।
আমি বুঝতে পেরেছি, এভাবে একটা মানুষ বেঁচে থাকতে পারে না.
আমাকে বদলাতে হবে।
কিন্তু তাও পারছি না।
তোমার বিয়ের পর একদিন তুমি ফোন দিয়ে বলেছিলে, তুমি খুব ভালো আছো।
শুনে সত্যিই ভাল লেগেছিল।
কিন্তু আমি তো ভালো নেই, তোমাকে ছেড়ে।
তুমি যেন ভালো থাকো, তাই বিয়েটা করতে বলেছিলাম।
আজ তো তুমি ভালোই আছো।
কিন্তু আমি তো ভালো নেই।
আমি এখন মানতে পারছি না। যে তুমি অন্য কারো।
যেদিন তুমি কবুল বলেছিলি, সেদিন থেকে আমার নতুন গল্প শুরু।
আমার গল্পে তুমি আর নেই।
জানো,রাতে ঘুমাতে ভয় হয়।
ফেলে আসা স্বপ্নগুলোকে যখন দেখি, নিজেকে সামলাতে পারিনা।
এলোমেলো হয়ে যায়।
খুব ইচ্ছে করে পিছনের দিনগুলোতে ফিরে যেতে।
কিন্তু তাও পারছি না।
কারন ,সময় কারো জন্য অপেক্ষা করে না।
তোমাকে আমি অনেক অনেক মিস করি।
জানি, তুমি ভালো আছো। ভালো থাকো সারাটা জীবন।