ভালোবেসে না পাওয়ার কিছু কথা – Sad Love Story Bangla
আজ আমার বিয়ে। সকাল থেকেই আমাকে নিয়ে সবাই ব্যস্ত।
বাবা-মা খুব খুশি। কারণ, তাদের পছন্দের ছেলের সাথে আমাকে বিয়ে দিচ্ছে।
ছেলে নিউইয়র্ক থাকে। বিয়ের পর আমাকে সেখানে নিয়ে যাবে।
লাল শাড়ি, হাতে মেহেদি, গা ভরা গহনা, হয়তো সুখী হতে আর কোনো প্রয়োজন নেই।
কিন্তু, তারপরও একটা মেসেজের উত্তর দিতে পারছি না।
সকালে ফোনটা হাতে নিয়ে দেখি, আমার প্রিয় মানুষটির একটি মেসেজ।
তুমি আমাকে ছেড়ে সুখে থাকতে পারবে তো।
জানিনা, সুখেরর প্রয়োজন আছে কিনা।
যদি থাকে তবে আমার সুখের প্রাণ তুমি।
এই পৃথিবীর সবকিছু পেলেও হয়তো আমি সুখি হতে পারব না।
আমাদের স্মৃতির পৃষ্ঠাগুলো আমাকে বারবার তোমার কথা মনে করিয়ে দিবে।
আমার মেহেদী রাঙ্গা হাত টি তোমার হাতে রাখবো বলে, কখনো তোমার সামনে মেহেদি দেই নি।
আজ আমি কিছু মানুষের খুশির জন্য, নিজের খুশি কে হারিয়ে ফেলেছি।
তোমাকে কষ্ট দেওয়ার অধিকার আমার নেই।
কিন্তু, তোমার জীবনের সবচেয়ে বড় কষ্ট টি আমি ছিলাম।
যদি পারো, আমাকে ক্ষমা করে দিও।