কি ভুল ছিল আমার ভালবাসায় – Bangla Sad Love Story
কি করে বোঝাবো বল, মনটাকে কতটা চাই তোমাকে।
মন যে অবুঝ, তোমার কথা মনে এলে নিজেকে ভুলে যাই।
প্রতিটা মুহূর্ত তোমাকে খুঁজে বেড়াই।
তোমাকে নিয়ে স্বপ্ন দেখতে দেখতে, স্বপ্নটা কবে স্বপ্নেই থেকে গেল বুঝতেই পারলাম না।
তবে কি স্বপ্ন দেখা ভুল ছিল।
তানা হলে হয়তো, হত আমি তোমাকে নিজের করে পেতাম।
বারবার মনে হয়, কেন তুমি আমার হলে না।
যখন মনে পড়ে, তুমি আমার নয় অন্য কারো।
অবুঝ মন পাখি কিছু মানেনা।
অঝোরে দুচোখ দিয়ে জল ঝরে।
আমার প্রতিটা নিঃশ্বাসে, প্রতি টা স্পন্দনে, তুমি মিশে আছো।
কেন বলতো, আমি কেন, আমার সাথেই কেন এরকম হয়।
কি ভুল ছিল আমার ভালবাসায়।
আমার মত করে সিরিটি গুলোর পাতায় চলে যাওয়ার সময় হলো।
তোমাকে না পাওয়ার বেদনা আরও বাড়িয়ে দেয়।
কখনো ভাবিনি এভাবে চলে যাবে।
আমার বুকের ভেতরের ভালবাসাকেই দাফন দিয়ে।
জানি, তোমাকে আর ফিরে পাবোনা।
জানি আমার ভালোবাসা তোমার কাছে কতটা মূল্যহীন।
তবুও সারাটা জীবন তোমাকে ভালবেসে যাবো।
তুমি খুঁজে নিয়েছো, তোমার জীবন সঙ্গী।
আমার প্রয়োজন নেই কোন জীবনসঙ্গী।
তোমার সাথে কাটানো স্মৃতি গুলো কথা ভেবে ভেবেই,
সারাটা জীবন কাটিয়ে দিতে পারব।
এতটুকু কষ্ট হবে না।
শুধু তোমার সাথে হাতে হাত রেখে একসাথে চলা হবে না।
কিন্তু বৃষ্টিতে ভিজিয়ে তোমাকে ঠিকই অনুভব করব।
হয়তো কোনদিন স্মৃতির দুয়ার খুলে খুঁজবো তোমাকে।
ও গভীর রাতে কিছু চিরচেনা স্বপ্নেরা হানা দিতে পারে।
তবু ভুল করে ডাকবো না তোমাকে।
শুধু তুমি যার সাথে আছো, সুখে থেকো, ভালো থেকো,
এই কামনা করি।