মন খারাপের উক্তি – আমি সুখের জন্য নই

মন খারাপের উক্তি – জীবনের সবটুকু চাওয়া পাওয়ার বিসর্জন দিলাম আজ।
আমার জীবনের সবটুকু সুখের বিনিময়ে, তোমার আত্ম অহংকার এর তৃপ্তি হয়েছে।
আমি কি হারিয়েছি কি হারালাম, নাই বা জানলে তুমি।
জানো প্রয়োজনে বাকি আছে।
একজন মানুষ তার জৈব চাহিদার প্রয়োজনে শুধু একজন মানুষকে ভালোবাসতে পারে।
আমার জীবনেও এর ব্যতিক্রম কিছু ঘটেনি।
তোমাকে কখনো ভুলে যেতে পারবো না, আমি জানি।
তোমার কাছে কতটা অযোগ্য আমি।
একজন মানুষের শরীর থেকে খুব ছোট্ট হলেও যদি একটি অঙ্গের হানি হয়।
শুধু সেই বুঝতে পারে এর নিষ্ঠুর পরিণতি।
তোমার কাছে মনে হতে পারে, আমার ভালোবাসা হয়তো খুবই ঠুনকো।
>>> মন খারাপের উক্তি <<<
কিন্তু তোমাকে বোঝাতে পারলাম না।
এই ঠুনকো ভালোবাসা টুকু হারিয়ে আমার সমস্ত শরীর তাকে কতটা বিকলাঙ্গ করেছি আমি।
আমি কারো জীবনে সুখের হতে পারলাম না।
সুখ আমার জন্য নয়।
আমি সুখের জন্য নই।
তাই চেষ্টা করছি যত সম্ভব নিজের কাছ থেকে নিজেকে লুকিয়ে রাখতে।
নিজেকে আড়ালে রেখেও আমি তোমায় ভালোবেসে যাবো।
কারণ আমি তোমায় অনেক বেশি ভালোবাসি।
একটু ধারনা নাই, কেউ কখনো কারো মুখ দেখেনা।
কারণ ভাঙ্গা আয়নায় নিজের প্রতিচ্ছবি টুকরো টুকরো দেখায়।
তাই এটা কেউ ব্যবহার করেনা ফেলে দেয় আবর্জনার মাঝে।
আমি এমন একটি ভাঙ্গা আয়না পরে আছি একগাদা আবর্জনার মাঝে।
এখানে যেসব জিনিস পড়ে থাকে যার কোন প্রয়োজন নেই।
আমি ঠিক সেরকমই একটি অপ্রয়োজনীয় জিনিস যার নাম কষ্ট শুধুই কষ্ট।
ভালোবাসার কষ্টের সব কথা পেতে এখানে ক্লিক করুন।
ওয়ার্ডপ্রেস এর সকল প্রিমিয়াম প্লাগিন এবং থিম পেতে এই ওয়েবসাইটে ভিজিট করতে পারেন।