Koster Kotha – খুব মনে পড়ে তোমায়।
Koster Kotha – আজ হঠাৎ করে তোমাকে দেখলাম।
অনেক বদলে গেছো, মনে হয় খুব সুখে আছো।
এখনো কি তুমি আমাকে ভালোবাসো।
দেখে মনে হয়না, তুমি তো দেখতে ঠিক আগের মতই আছো।
তোমার তো কোন পরিবর্তন হয়নি শুধু মনের পরিবর্তন হয়েছে।
যখন রাতে ঘুম থেকে উঠিয়ে কথা বলতে, সকালে রাস্তার সামনে দাঁড়িয়ে থাকতে বলতে, আর যখন আমার দিকে তাকিয়ে মিষ্টি করে একটি হাসি দিতে, তখন মনে হতো পৃথিবীর সব সুখ তোমার হাসির কাছে হার মানবে।
>>>>> Koster Kotha – খুব মনে পড়ে তোমায়। <<<<<
তোমার দেওয়া সেই গোলাপটা আজও আছে, আমার ডাইরির ভিতরে।
শুকিয়ে গেছে, কিন্তু আমার ভালোবাসা এখন ও শুকায়নি।
আর কোনদিন সুখাবেওনা।
মনের স্বপ্নগুলো এখনো মরিনি, ভালোবাসি তোমাকে খুব বেশি তাই আজো তোমারি অপেক্ষায় আছি যদি পারো ফিরে আসো।
ভালোবাসার কষ্টের সব কথা পেতে এখানে ক্লিক করুন।
ওয়ার্ডপ্রেস এর সকল প্রিমিয়াম প্লাগিন এবং থিম পেতে এই ওয়েবসাইটে ভিজিট করতে পারেন।