ওকে ছেড়ে কিভাবে বাঁচব – New Bangla Real Love Story

হ্যালো বন্ধুরা আজ আমি তোমাদের জন্য একটা গল্প নিয়ে এলাম ।
গল্পটি পাঠিয়েছে ইমন, তিনি একজন প্রবাসী।
তার প্রবাস জীবন একটি মেয়ের জন্য।
মেয়েটির নাম জেসমিন।
এই মেয়েটির জন্য ইমন অনেক কষ্ট পেয়েছে। যার সুখের জন্য সব কষ্ট হাসি মুখে মেনে নিয়েছে।
কিন্তু সে আর রইল না।
ওকে ছেড়ে কিভাবে বাঁচব – New Bangla Real Love Story
আমি ইমন
আমি যাকে ভালবেসেছি, সে জেসমিন।
জেসমিন এর সাথে আমার পরিচয় একটি বিয়ে বাড়িতে।
প্রথম দেখায় আমি ওকে ভালোবেসে ফেলেছিলাম।
জেসমিন আমাকে প্রথম দেখায় ভালোবেসে ফেলেছে।
প্রায় দুই বছরের মতো, ওর সাথে আমার রিলেশন চলছিল।
হঠাৎ ও একদিন আমাকে বলে,
তুমি বাংলাদেশ থেকে আর কি করবা। বিদেশ চলে যাও, আয় করো।
আমি আমার আব্বু আম্মুকে তোমার বিষয়ে সব বুঝিয়ে বলবো।
তারা যেন তোমাকে আমাকে মেনে নেই।
জেসমিনের কথামত আমি বিদেশ চলে গেলাম।
ওর সুখের জন্য। 6 মাস ওর সাথে ভালো কথা হল।
হঠাৎ ও আমাকে ছেড়ে বিয়ে করে নিল।
তারপর আমি ওকে জিজ্ঞেস করলাম। তুমি কেন এটা করলে।
ও আমার মেসেজের উত্তরটা আজ পর্যন্ত দেয়নি।
আমি ওকে অনেক ভালবাসতাম। এখনো অনেক ভালোবাসি।
জানিনা,ওকে ছেড়ে কিভাবে বাঁচব।কিসের আশায় আর টাকা রোজগার করব।
খুব ভালোবাসি জেসমিনকে।
খুব ভালোবাসি।