তোমাকে ছেড়ে ভালোই থাকবো – ব্যর্থ প্রেমের গল্প

ছেলেটির শেষ কথা ছিল, তোমাকে ছাড়া ভালোই থাকবো।
ছেলেটির লাশটা ও ভালো আছে হয়তো আজও।
মেয়েটি বলেছিল, আর রাত জাগবো না কখনো তোমার জন্য।
এখনো মেয়েটির রোজ সকালে কনসিলার দিয়ে, চোখের নিচের কালি লুকোয়।
মেয়েটা বলেছিল, ভুলতে পারবে আমায়।
একি হাসিতে এলোমেলো চুলে ছেলেটি জবাব দিয়েছিল, কোন ব্যাপার নয়।
ছেলেটি আজ মানসিক হাসপাতলে।
হয়তো ভোলার চেষ্টায় সফল হয়নি তার।
বয়স 18 -19 তখনইবিয়ে দিয়ে দিল বাড়ি থেকে।
প্রেমিকের কথা বাসায় বলায়।
বাবা বলেছিল আমার সম্মান আগে,নাকি তোমার প্রেম।
বাবার সম্মান রাখতে মেয়েটা এখনও আকাশের দিকে তাকিয়ে বলে, ক্ষমা করে দিও ভালোবাসা।
আর কখনো সিগারেট খাবনা।
বলে প্রমিস করা ছেলেটি, বুক ভরা নিকোটিনের ধোঁয়া ক্যানসার ধরা পড়েছে ,বলে ডাক্তার খুব করে বারণ করেছে সিগারেট খেতে।
ছেলেটার কথা, সে কথা রাখেনি।
অন্য কারোর হয়ে গেছে। আমিও কথা রাখবো না।
কেউ ভালো থাকে না রে। বিশ্বাস কর।
যারা মন থেকে সত্যিই ভালোবাসে, তারা ভালোবাসা হারিয়ে কখনো ভালো থাকেনা।
সব সামলে নেওয়া যায়, বুকের বাম পাশের চিনচিন ব্যথাটা সামলানো যায় না কখনো।
হারিয়ে যাওয়া মানুষগুলো খুব করে চায়, একটা সুযোগ ফিরে আসার।
পাবে না জেনেও চায় আর কষ্ট জমায়।
সবার সামলে নেওয়ার ক্ষমতা থাকেনা।
কেউ ধীরে ধীরে শেষ হয়।
কেউবা তাড়াতাড়ি।
কিন্তু আত্মার মৃত্যু তো একসাথেই হয়।