কষ্টের কথা

আর কি কখনো ভালোবাসবে না আমাকে – কষ্টের কথা

কষ্টের কথা

তুমি কি কখনো বুঝবেনা। 

তুমি কি কখনো অনুভব করবে না। 

আর কি কখনোই ভালোবাসবে না আমাকে।

আজ আমি স্তব্ধ হয়ে আছি, তোমাকে ভালোবেসে। 

তোমার স্মৃতিগুলো আমাকে বন্দি করে রেখেছে একটি কারাগারে।

যেখান থেকে কেউ সুখে দেখা পায় না। 

আজ আমি সত্যিই তোমার কাছে পরাজিত।

এতটা ভালোবেসে ও তো তোমাকে পেলাম না।  

আচ্ছা যার কাছে তুমি গিয়েছো, 

সে কি আমার থেকেও বেশি ভালোবাসি তোমাকে।

আমার থেকেও বেশি নির্ঘুম রাত কাটায়,তোমার জন্য। 

সে কি তোমাকে বুকের ভিতর জড়িয়ে ধরে শীতলতা কে হার মানায়। 

আমি জানিনা, তুমি কতটা ভালো আছো। 

আমার চাওয়া ছিল তুমি ভালো থেকো। 

কিন্তু সেটা আমাকে নিয়ে। 

আজ তুমি স্বার্থপরের মতো নিজেই সুখি হয়েছো। 

তারপরও তোমার প্রতি ঘৃণা জন্মায় না কেন। জানো 

কারণ, আমি তো স্বার্থপরের মত একা কষ্ট নিয়ে বেঁচে আছি।  

তুমি যদি স্বার্থপর হও তাহলে আমিও স্বার্থপর। 

ভালো থাকুক,আমাদের স্মৃতিগুলো।

ভালো থাকো তুমি।

আপনাদের জন্য, আরো কিছু ক্যাটাগরির লিংক নিচে দেওয়া হল।

লাভ টিপস

ভালোবাসার গল্প

আবেগি মনের কিছু কথা

 

 

Related Articles

Back to top button