কেন শুধু মনে পড়ে তোর কথা – কষ্টের কথা
বছর পার হয়ে গেছে, তুই আর আমি আলাদা।
সুখের জন্যই তো আজ আমাদের এতটা দূরত্ব।
এখন আর তোর কথা মনে পড়ে না।
এখন আর তোকে দেখলে কোন অনুভূতি হয় না।
তোকে ভুলে গেছি,নতুন জীবনে সুখ-স্বাচ্ছন্দ্যের মাঝে।
অনেক সুখের মাঝেও তোর সাথে কাটানো স্মৃতি গুলো, ঢাকা পড়ে গেছে।
এখন আমি তার ভালোবাসায় আবদ্ধ।
তুই আজ আমার জীবনের কথা ও নেই।
তবুও তোকে দেখলে, বুকের ভেতর কোথায় জানি একটা কষ্ট অনুভব হয়।
কিছু প্রশ্ন মনের কোণে জমা হয়।
খুব জানতে ইচ্ছে হয়।
আমাদের সবকিছুই কি শেষ হয়ে গিয়েছিল।
আমরা কি পারতাম না একটা ঘর সাজাতে।
তারপর আবার ভাবি, অযথাই আমার এই ভাবনা।
সব শেষ হয়ে গিয়েছিল, বলেই তো সব শেষ হলো।
অনুভূতির শেষ হয়ে গিয়েছিল, বলেই তো আজ আমাদের এতটা দূরত্ব।
তুই সুখী অন্য কারো সাথে, আর আমিও হয়তো তাই।
তবুও যখন নিঃসঙ্গ একাকীত্বে ঘিরে থেকে আমার চারপাশ।
কেন শুধু মনে পড়ে তোর কথা।
তোর সাথে কাটানো সেই স্মৃতিগুলো কথা।
কেন শত কষ্টের মাঝেও তোর, প্রথম স্পর্শের কথা মনে পড়ে।
আনন্দে বুকটা শিহরিত হয়ে উঠে।
কেন বারবার মনে হয়, আর একটিবার আর একটি বার যদি ফিরে আসতে।
তোর স্মৃতিগুলো বার বার মনে করিয়ে দেয়।
তুই তো সব কিছুতেই প্রথম ছিলি।
ভালোবাসায় ও প্রথম, অনুভূতি তো প্রথম,
স্পর্শ তেও প্রথম।
তুইতো আমার জীবনের সেই বন্ধ ছিলিনা। যে হাওয়ার সাথে উড়ে যাবি।
তুই তো ছিলি অমলিন, তাইতো চাইলেও তোকে ভুলতে পারিনা।
তোর সাথে কাটানো সময়গুলো আমি কাউকে দিতে পারি না।
সেগুলো তো শুধু তোর। কেমন করে দেই বল তো।
তাইতো আমার সকল নিঃসঙ্গতা একাকিত্বের।
আমার বিষণ্নতা শুধু তুই থাকিস।
আর তুই থাকবি।