আবেগি মনের কিছু কথা
যতটা ভালো থাকলে আমায় আর মনে পড়বে না – কষ্টের কথা
কষ্টের কথা
ধন্যবাদ তোমাকে, যত্ন করে আমাকে কাঁদানোর জন্য।
ধন্যবাদ তোমাকে, সুখগুলো কষ্টের দামে কিনে নেওয়ার জন্য।
ভালো থেকো, যতটা ভালো থাকলে, আমায় আর মনে পড়বে না।
আমিও ভাল আছি, এতটা ভালো, যে ভুল করেও তোমায় ভুলতে পারিনা।
পৃথিবীর সব কষ্টে যেমন কাঁদা যায় না, তেমনি সব সুখে হাঁসাও যায় না।
কিন্তু ভালোবাসার কষ্ট এমন একটি কষ্ট, যে কষ্টে আগুন জ্বলে না কিন্তু হৃদয় পুড়ে ছাই হয়ে যায়।