দুঃখের স্ট্যাটাস – যত দিন বাচবো স্মৃতিগুলো নিয়ে থাকবো।
দুঃখের স্ট্যাটাস – অনেকদিন দেখিনা তোমায়।
তারপর খুব মনে পড়ে যায় তোমাকে।
তোমার সেই মুখখানি, খুব বেশি মনে পড়ে যায়।
হৃদয়ের মধ্যে সেই ব্যথাগুলো এখনো আছে।
জানিনা, তোমার কি মনে পড়ে আমাকে।
আমাদের সেই কাটানো সময় গুলো কে।
শুনেছি, কারো সাথে কথা কম হলেও সে পর হয়ে যায়।
কিন্তু যত দিন যাচ্ছে তোমাকে ততই মনে পড়ে যায়।
হয়তো আজ তুমি নতুন কাউকে তোমায় সময় দিতে ব্যস্ত।
তাই আমাকে মনে করার সময় পাও না, যদি সময় হয় এক বার দেখে যেও আমাকে।
😢 দুঃখের স্ট্যাটাস – যত দিন বাচবো স্মৃতিগুলো নিয়ে থাকবো
কত স্বপ্ন দিল কত আশা দিল, তোমাকে নিয়ে আর পিছু ডাক দিবো না।
তোমার কারনে সেই সময় গুলো ফুরিয়ে গেছে, আমার জীবন থেকে।
অন্যকে দেওয়া আমার সেই ভালোবাসা আমি আর চাইনা।
আমি আর চাই না তুমি তোমার স্বপ্নগুলো নিয়ে থাকো।
আর যতদিন বাচবো স্মৃতিগুলো নিয়েই বাঁচবো।
ভালোবাসার কষ্টের সব কথা পেতে এখানে ক্লিক করুন।
ওয়ার্ডপ্রেস এর সকল প্রিমিয়াম প্লাগিন এবং থিম পেতে এই ওয়েবসাইটে ভিজিট করতে পারেন।