আবেগি মনের কিছু কথা
তোমাকে হারাতে চাই না আমি – আবেগি মনের কিছু কথা
আমার জীবনের সবচেয়ে বড় শত্রু হচ্ছে, তুমি আমাকে ছেড়ে চলে গেছো। ভুলে গেছো আমায়, কখনো মনে করো না আর আমাকে। সবচেয়ে বড় মিথ্যে টুকু হলো, আমি তোমাকে ভুলে গেছি। ভুলে গিয়ে সুখে আছি। তুমি কখনো হয়তো আমার ভালোবাসা বুঝতে পারবে না।
হয়তো বুঝতেই চাওনা, অথবা যেদিন বুঝতে চাইবে, সেদিন আমায় আর খুজে পাবেনা। কাউকে ভালোবাসা কোন ভুল নয়। তবে ভুল মানুষকে ভালোবাসা মনে হয় জীবনের সবচেয়ে বড় ভুল।
যার মাশুল জীবনের প্রতিটি বাঁকে বাঁকে দিতে হয়। কেন জানি আজ মনে হচ্ছে তুমি আমার সেই ভুল মানুষ্টা। যাকে মন থেকে ভালোবেসে ছিলাম। বিনিময়ে কিছু অবহেলা ফিরিয়ে নিলাম। তবুও চাই তুমি সুখে থাকো। যতটা সুখে থাকলেই আমাকে মনে পরবেনা তোমার।