কষ্টের কথা

তোমাকে নিয়ে কিছু কথা – আমি চাইনি, তুমি কখনো কষ্ট পাও

তোমাকে নিয়ে কিছু কথা – আমি চাইনি, তুমি কখনো কষ্ট পাও।

আমি চেয়েছি তুমি সুখী হও। 

তাইতো কোনো অভিযোগ করিনি।

অকারণে চলে গেছো বলে।

আমি চাই, আমার ভালোবাসার মানুষটি যেখানেই থাকুক সুখে থাকুক। 

তোমাকে ছাড়া তো বেঁচে আছি কিন্তু জীবন্ত লাশ হয়ে। 

মরতেও পারি না, তোমাকে ছেড়ে বেঁচে থাকব কথা দিয়েছি কিন্তু আফসোস তুমি তোমার কথা রাখলে না।

>>>তোমাকে নিয়ে কিছু কথা<<<

তোমার কথা ভাবতে ভাবতে নিজেকেই ভুলে গেছি। 

তোমাকে এখনো অনেক ভালবাসি। 

কিন্তু অনেকটা দূর থেকে। 

তোমাকে সত্যি অনেক ভালোবেসেছিলাম, তুমি বুঝলেনা। 

কত স্বপ্ন দেখিয়েছিলে তুমি আমাকে।

তোমার ভালোবাসাই তো আমার শেষ সম্বল।

যা আমাকে এখনও বাঁচিয়ে রেখেছে। 

তুমি কথা রাখতে পারো নি।

কিন্তু আমি আমার কথা রেখেছি। 

তুমি আমাকে ছেড়ে চলে গেলে। 

নতুন করে কিছু করার জন্য তাই না। 

শুধু একটি বারের জন্য জানতে ইচ্ছে করে। 

কি এমন পেয়েছো তুমি। 

তুমিতো বুঝলেনা, কতটা ভালোবাসি তোমায়। 

আমি জানি আমার ভালবাসা যদি সত্যি হয়। 

তোমাকে একদিন কাঁদতে হবে। 

কিন্তু কারো সামনে কাঁদতে পারবে না? 

মুখ লুকিয়ে কাঁদতে হবে তোমাকে।

 


 

ভালোবাসার কষ্টের সব কথা পেতে এখানে ক্লিক করুন‍।

ওয়ার্ডপ্রেস এর সকল প্রিমিয়াম প্লাগিন এবং থিম পেতে এই ওয়েবসাইটে ভিজিট করতে পারেন।

Related Articles

Back to top button