আবেগি মনের কিছু কথা
চলে যাব তোমাকে ছেড়ে অনেক দূরে – আবেগি মনের কিছু কথা
আমি চলে যাব তোমাকে ছেড়ে অনেক দূরে।
চাইলেও তুমি আর আমাকে ছুঁতে পারবে না।
মিস করবে কি আমায়, আমার বিরহের চোখের কোনে এক ফোটা অশ্রু কনা ঝরবে কি তোমার।
নাকি ভালো থাকবে তুমি, আমাকে ছেড়ে নতুন কাউকে সাথে করে।