কষ্টের স্ট্যাটাস

কষ্টের স্ট্যাটাস – অনেক কস্টের কিছু ভালোবাসার আবেগী কথা।

কষ্টের স্ট্যাটাস – যখন আমি তোমার কথা ভাবতে বসি, তখন আমার পৃথিবীটা সেখানেই থমকে যায়।

মনে একটা প্রশ্ন জাগে? তুমি কি সেই তুমি, যার জন্য আমি আমার নিজের অস্তিত্ব বিলীন করতেও দ্বিধা করি নি। 

ভাবতেই অবাক লাগে কি পেয়েছ আমায় এই অবহেলার কষ্টের সাগরে ভাসিয়ে।

হয়তো অনেক কিছুই নয় তো কিছুই নয়।

আচ্ছা বলতো, তুমি কি পারবে অন্য কাউকে সুখী করতে।

মনে হয় পারবে, তা না হলে আমার হাতটি কি ছেড়ে যাও।

অন্য আরেকটি হাত ধরবে বলে 

জানো তুমি চলে যাওয়ার পরে এখনো আমার সবকিছু অচেনা লাগে।

কাউকে আর সহজে বিশ্বাস করতে পারিনা।

হাসতেও পারিনা আগের মত।

নীরবতা আর একাকীত্ব ভরপুর আমার জীবন।

চার-পাঁচটা এখন মরুভূমি ছাড়া কিছুই মনে হয়না। 

তোমার স্মৃতি গুলো প্রতিনিয়তও আমায় কাঁদায়।

তবে ভেবো আর বেশিদিন তোমার জন্য কাঁদতে হবে না। 

কারণ খুব কাছ থেকেই দেখেছি কিভাবে জীবনের অস্তিত্ব নিভে যাচ্ছে। 

সত্যিই খুব মিস করবো তোমায়।

>>> কষ্টের স্ট্যাটাস – অনেক কস্টের কিছু ভালোবাসার আবেগী কথা <<<

আচ্ছা একটা কথা বলবি, কিভাবে এত তাড়াতাড়ি স্মৃতির পাতা থেকে অতীত গুলো মুছে ফেললে।

এতটা স্বার্থপর কিভাবে হয়ে গেছো।

ও বিরক্ত হচ্ছ তাই না।

আচ্ছা আর বিরক্ত করবো না তোমায়।

ভালো থেকো তুমি।

 


 

ভালোবাসার কষ্টের সব কথা পেতে এখানে ক্লিক করুন‍।

ওয়ার্ডপ্রেস এর সকল প্রিমিয়াম প্লাগিন এবং থিম পেতে এই ওয়েবসাইটে ভিজিট করতে পারেন।

Related Articles

Back to top button