তুমি ভালোবাসা চাও নি, চেয়েছিলে আমার দেহ – কষ্টের কথা

আমার আনন্দ ভরা জীবনে কেন তুমি বিষ মিশিয়ে দিলে।
ওটা কি তুমি ছিলে, যার আমার মুখটা দুনিয়ার সবচাইতে সুন্দর লাগতো।
আমার চোখের কাজল, তমার হৃদয়ের স্পন্দন বাড়িয়ে দিত।
তুমি তো বলেছিলে, আমি ছাড়া তোমার জীবনে আর কারো কোন মূল্য নেই।
আমাকে ছেড়ে তোমার স্বপ্নেও কেউ আসে না।
তবে কেন, আজই ভালোবাসা থেকে দূরে সরে গেলে।
আমার চোখের জল না দেখে কার চোখের নেশায় ডুবে গেছে তুমি।
তোমার অন্তর কি প্রত্যেকটা মুহূর্ত আমাকে দেখার জন্য ছটফট আর করে না।
এখন আমার থেকে সুন্দর কে চোখে পরলো তোমার।
কেন আমার রূপ তোমার কাছে আর ভালো লাগেনা।
এখন বুঝেছি, এগুলো তোমার হৃদয়ের কথা ছিল না।
তুমি আমার ভালোবাসা চাও নি। তোমার চাওয়া ছিল, আমার দেহ।
ভালোই হয়েছে তুমি আমার জীবন থেকে চলে গিয়ে।
কিন্তু আফসোস, ভালোবাসার বাজারে অনেক জঘন্য ভাবে বরবাদ হয়ে গেছি আমি।
কিন্তু আমার চিন্তা নিজের জন্য নয়,
আমার এই ভালোবাসাটা এই প্রতিদানের যোগ্য ছিল না তোমার।
আমার এই ভালবাসার এই প্রতিদান এর যোগ্য ছিল না।
কিন্তু মনে রেখো,যে ভালোবাসাকে অবহেলা করে চলে গেছো এর
জন্যই একদিন তুমি ছটফট করবে।
কোন এক একলা শহরে চিৎকার করে কাঁদবে।