আবেগি মনের কিছু কথা
আমি চাই আমার ভালোবাসার মানুষটি সুখে থাকুক – আবেগি মনের কিছু কথা
আমি চাইনি তুমি কখনো কষ্ট পাও।
আমি চেয়েছি তুমি সুখী হও।
তাইতো কোনো অভিযোগ করিনি।
অকারণে চলে গেছো বলে।
আমি চাই আমার ভালোবাসার মানুষটি সুখে থাকুক, যেখানেই থাকুক।
কারণ ভালোবাসা মানে দুঃখ সুখ এমনি।
তাই আমার ভালোবাসা আমাকে যতই কষ্ট দিক, আমি চাই তার বিনিময়ে সে যেন সুখে থাকে।
আর তার সুখই আমার সুখ।