Inspirational QuotesMotivation

Love Quotes – Life changing Motivation in Bangla

Love Quotes – Inspirational life changing quotes

Love Quotes – কাউকে অতিরিক্ত মূল্য দিয়ে যখন অবহেলিত হচ্ছ, তখন সেই মানুষটাকে মূল্য দেওয়া বন্ধ করে দাও।

তোমার যেখানে মূল্য নেই সেখানে মূল্য দেওয়া বোকামি।

যে মানুষটা তোমাকে অবহেলা করছে, ইগনোর করছে, তুমি তখন তার অবহেলা কিংবা ইগনোর কে প্রশ্রয় দিও না।

বরং তুমি তোমার মতো করে নিজেকে ব্যস্ত রাখ।

এতে করে মানুষটা যেন বুঝতে পারে, তুমি তাকে ছাড়া দিব্যি ভালো থাকতে পারো।

অবহেলা কিংবা ইগনোর এর মাত্রা যখনই বেড়ে যায়, যখন অপর মানুষ টা বুঝে যায় যে তুমি তাকে ছাড়া অচল।

অর্থাৎ তোমার পুরোটা দিন রাত তুমি তাকে নিয়েই পড়ে আছ।

মানুষ তখনই অন্যকে তুচ্ছ ভাবা শুরু করে।

যখন তার কাছে অন্য কেউ নিজেকে বিলিয়ে দেয়, ছোট করে দেয়।

কেউ তোমাকে চাইলেই অবহেলা করার সুযোগ পাবে না।

যদি তুমি তাকে সেই সুযোগটা না দাও।

তোমার প্রতি যে মানুষটা যতটুকু গুরুত্ব দেখাবে, তোমারও সে ততটুকুই গুরুত্ব দেওয়া উচিত অতিরিক্ত গুরুত্ব দিলে মানুষটা তোমাকে গুরুত্বহীন ভাবতে শুরু করবে।

কারো কাছে অবহেলার পাত্র হওয়া থেকে, জীবন থেকে সে মানুষটাকেই মুছে ফেলা ভালো।

যদিও এতে করে কিছুটা কষ্ট হবে।

Life changing Motivation in Bangla

কিন্তু কারো কাছে নিজেকে ধুকেধুকে শেষ হয়ে যেতে হবে না।

যে তোমাকে এখনই অবহেলা করছে, সে তমাকে পরে আরো বেশি করে অবহেলা করবে।

যদি তুমি মানুষটাকে বেশি মূল্য দিতে থাকো।

যে তোমার কাকুতি-মিনতি বোঝেনা, তোমার মনের কষ্ট যার মনে বিন্দুমাত্র অনুভব হয় না।

সে মানুষটা আর যাই হোক তোমার মনে হাহাকার কোনদিনও বুঝবে না।

মানুষটা দিনশেষে তোমাকে ঠিক অবহেলার পাত্র বানিয়ে যাবে।

কারো কাছে অবহেলার পাত্র হওয়াটা যেমন কষ্টের, ঠিক তেমনি লজ্জার বিষয় প্রয়োজন এর চেয়ে তুমি যখন কাউকে অতিরিক্ত মূল্য দেবে, তখন সে মানুষটা তোমাকে সস্তা ভাববে শুরু করবে।

সে-সাথে নিজেকে অহংকার মনে করবে।

কারন, অতিরিক্ত মানুষ কোন কিছুই হজম করতে পারে না।

হোক সেটা  কেয়ার কিনবা ভালোবাসা।

জীবনে কারো উপর খুব বেশি ভরসা রাখতে নেই।

কাউকে জীবনের সাথে খুব বেশি সিরিয়াসলি নিতে নেই।

কারণ তুমি যখন কাউকে সিরিয়াসলি নেবে ঠিক তখনই মানুষটা বদলে যেতে শুরু করবে।

কারণ মানুষের ধর্মই হলো সবটা পেয়ে গেলে বদলে যাওয়া।

 


 

আমাদের আরও মোটিভেশন আর্টিকেল পেতে এখানে ক্লিক করুন।

ফ্রি ওয়ার্ডপ্রেস এবং ব্লগার থিমস ডাউনলোড করতে এই ওয়েব সাইটটি ভিসিট করুন।

Related Articles

Back to top button