কষ্টের কথা

পারিনি তোমার হতে – ভালোবাসার কষ্টের কথা

মনের ভিতরে থাকা কষ্ট গুলো, কখনো কষ্ট দিতে ভুল করে না। 

 এই কষ্টের কারন যদি হও তুমি, তবে তার যন্ত্রণা আমি কাউকে বোঝাতে পারবো না।  

তবে আমি পারতাম তোমাকে কষ্টের অংশীদার করতে। 

আমি তা করিনি। কারণ, আমি কষ্ট সইতে পারলেও তুমি তো পারবে না।  

কিছু কিছু ভুলকে ভুল বলা যায়না। 

 ভুল সেটাই, যেটা মানুষ একবার করার পর দ্বিতীয় বার ভাবে না।  

তোমার ভুলগুলো আমার স্বপ্নের রাগকে কেড়ে নিয়েছে। 

কাউকে খুব বেশি ভালবাসার ভুলটা শিখিয়ে দিয়েছে। 

তুমি কি কখনো মেঘ ছাড়া বৃষ্টি পড়তে দেখেছো। যদি দেখতে চাও, তবে আমার চোখের দিকে তাকিয়ে থাকো। 

প্রতিটা ফোঁটা জলের জন্য শুধু তুমি দায়ী। 

যার মূল্য তোমার জীবন দিয়েও পরিশোধ করতে পারবেনা। 

জানি, কথাগুলো তোমার কাছে খুব খারাপ লেগেছে। 

কিন্তু, কিন্তু এর থেকেও বেশি খারাপ লেগেছে প্রতিটা লাইন লিখতে। 

  যাকে সুখী করার জন্য আমার সুখ গুলো ত্যাগ করেছি।

আর সে যখন অন্য কাউকে সুখী করতে ব্যস্ত থাকে তখন কষ্ট গুলো খুব তৃপ্ত।

পৃথিবীতে এমন কষ্টের কোনো সমাধান হয় না। 

যার বুকের ভেতর টা জালিয়ে পুড়িয়ে শেষ করে দেয়।

আর সেই পুড়ে যাওয়া মন দিয়ে কাউকে ভালোবাসা যায় না। 

আমাকে ক্ষমা করে দিও। 

তোমাকে এতটা ভালোবাসার জন্য।

 

 

Related Articles

Back to top button